Ticker

6/recent/ticker-posts

সেদিন বিকেলে ওভেন বেকড পাস্তা খেতে কলোনিয়ালস ক্যানোপি রেস্টুরেন্টে গেছিলাম।

 সেদিন বিকেলে ওভেন বেকড পাস্তা খেতে কলোনিয়ালস ক্যানোপি রেস্টুরেন্টে গেছিলাম।

#আইটেমঃ ওভেন বেকড পাস্তা
#স্থানঃ COLONIALS' CANOPY, মোবারক টাওয়ারের ২য় তলায়, রানীবাজার, রাজশাহী।
#দামঃ ২৩৮ টাকা
#রেটিংঃ ৮.৫/১০
>>> অনেক সুস্বাদু লেগেছে আমার কাছে। চিজ টা ভালো মানের ছিলো। চিজের পরিমাণ ঠিক ছিলো। পাস্তার মধ্যে বেশ কয়েক টুকরো চিকেন, ব্ল্যাক অলিভ, চিকেন সসেজ দেয়া ছিলো। জুসি ছিলো পাস্তা টা। মানে, ড্রাই ছিলো না, সসের পরিমাণ যথেষ্ট ছিলো। পাস্তাটা ওভার কুকড ছিলো না। খাবার অর্ডার দেয়ার পর তারা সার্ভ করতে ২০-২২ মিনিট লাগবে বলেছিলো, সেই সময়ের মধ্যেই সার্ভ করেছে।
ধন্যবাদ


❤️

Post a Comment

0 Comments