গতকালকে সন্ধ্যার পর ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলে হঠাৎ বৃষ্টি আসায় এই জায়গায় আটকে পরি।
রহমানিয়ার ঠিক পাশে এই নতুন রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম.. যেহেতু হাতে সময় ছিলো তাই আমরা চাপ ও পরোটা অর্ডার করলাম, ভাবলাম ট্রাই করে দেখি 



ট্রাস্ট মি একটুও এক্সপেক্ট করিনি যে চাপটা এত বেশি মজা হবে !!!!! অনেক বেশি সফট আর মসলাগুলো ভেতরে খুব ভালোভাবে মিশেছে ফ্লেভারগুলো অনেক বেশি ভালো লাগছিল ....

এর আগে এরাবিয়ান কিচেন থেকে সব সময় চাপ খাওয়া হত কিন্তু ওদের মান অনেকটা খারাপ করে দেওয়াতে আমি আর চাপ খাইনি কোথাও থেকে
কিন্তু এটা খাওয়ার পর ওইটার স্বাদ ভুলে গেছি আমি 











ওদের মেয়োনিজটাও এত বেশি মজা ছিল আমি এমনি এমনি খেয়ে ফেলছি অনেক 
যারা চিকেন চাপ খুঁজছেন ভালো কোথাও তারা এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন । 





বিলের কাগজের ছবি তুলতে মনে ছিল না ,আমাদের মোট বিল হয়েছিল ২১০ টাকা সাথে একটা soft drinks নিয়েছিলাম ।
Follow Us Rajshahi Foodies
Youtub : http://surl.li/gibwx
0 Comments