Ticker

6/recent/ticker-posts

হটাৎ করে নল্লি আর কাবুলী বিরিয়ানি খাওয়ার জন্য বন্ধুরা প্ল্যান করলাম খিলগাঁও নল্লি হাউজে যাব,








 হটাৎ করে নল্লি আর কাবুলী বিরিয়ানি খাওয়ার জন্য বন্ধুরা প্ল্যান করলাম খিলগাঁও নল্লি হাউজে যাব, Nalli House - নল্লি হাউজ-Khilgaon

ওখানে শুধু যে নল্লি আর আফগানী কাবুলী বিরিয়ানি আছে এমন না, এখানে থাকছে স্পেশাল চিকেন বাটার মালাই যেটা আমার কাছে ডিফরেন্ট লেগেছে।সেখান থেকে আরও নিলাম
⚪️ আফগানী কাবুলী বিরিয়ানী(১ঃ৩)…..১০০০৳
⚪️ স্পেশাল চিকেন বাটার মালাই বটি(১ঃ২)…..৩৪০৳
⚪️ স্পেশাল নেহারী…..৩০০৳
⚪️ পায়া মগজ নেহারী……২৩০৳
⚪️ নল্লি বিরিয়ানী(১ঃ১)….৩৮০৳
ফার্স্ট অফ অল তাদের কাবুলী বিরিয়ানি ছিল বেস্ট। রাইস গুলো ঝরঝরে,, আর বিফ এর পিস গুলো ছিল তুলনামূলক বড় সাইজ এর এবং খুবই সফ্ট, যা আমার কাছে সত্যি অসাধারন লেগেছে ।
স্পেশাল নেহরীটির সাথে তাদের রুমালি রুটির কম্বিনেশন ছিলো খুবই জোস। বড় নল্লির সাথে মাংসের কিছু ছোট ছোট পিস ছিল যা এর টেস্টকে আরও সুস্বাদু করেছে।
আর স্পেশাল বাটার চিকেন মালাই আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, বাটার চিকেনটি ছিলো ডিফরেন্ট স্বাদের এবং বাকি দুটো আইটেমসও খেতে বেশ ভালো ছিল, স্পেশাল চিকেন বাটার মালাই টেস্টটা মিষ্টি টাইপের ছিলো কিন্তু খেতে মজা ছিল ।
লোকেশনঃ-5 Atish Deepankar Rd, Dhaka, Dhaka, Bangladesh, 1214 khilgaon

ইউটিউব চ্যানেল লিংক 👇

Post a Comment

0 Comments