Ticker

6/recent/ticker-posts

মাত্র ১০০০ টাকায় সুইমিং+ ডাইন ইন 🤩 তাও আবার একটি ৪ তারকা রিসোর্টে 💥

 








মাত্র ১০০০ টাকায় সুইমিং+ ডাইন ইন

🤩 তাও আবার একটি ৪ তারকা রিসোর্টে 💥
জ্বি আমি বলছিলাম FARS Hotel & Resorts Ltd. -এর কথা। এত কম টাকায় এত কিছু তাও আবার একটি ৪ তারকা রিসোর্টে শুধু তারাই দিচ্ছে।তাদের Rooftop এ রয়েছে সুইমিংপুল যেখানে আপনি সময় কাটাতে পারবেন সাথে পাচ্ছেন ১ টি Meal ও।❤️
তাদের Rooftop -এ ঢাকার স্কাইলাইনের অত্যাশ্চর্য মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। তাদের পরিবেশটি আমন্ত্রণমূলক এবং আরামদায়ক, নৈমিত্তিক সমাবেশ এবং বিশেষ অনুষ্ঠান উভয়ের জন্যই উপযুক্ত।🥰
কিছুটা সময় রিলেক্সেশন এর জন্যই সেখানে যাওয়া।আর এরকম একটি অফার কি আর মিস করা যায়। তাদের সার্ভিস, খাবার এবং তাদের বিহেভিয়ার সবই আমার কাছে খুব ভালো লেগেছে। ☺️
আপনারা চাইলেও চলে যেতে পারেন একটি সুন্দর সময় কাটাতে। তবে, ডিরেক্টতো যাওয়া যাবে না আগেই নিচে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে রিসার্ভেশন কম্পলিট করতে হবে। (01768-622025)
ফার্সে এন্ট্রি করার সাথে সাথে আপনাকে তারা স্বাগতম জানাবে। রিসিপশনে কথা বলে 14th ফ্লোরে চলে যাবেন যেখানে তাদের রুফটপ . সেখানেই তাদের সুইমিং পুল। পুলে ১ ঘন্টা সুইমিং করতে পারবেন। ছবি তুলতে পছন্দ করলে সেখানে ছবিও তুলতে পারবেন । পুলে নামার আগে শাওয়ার নেয়ার ব্যাবস্থা আছে।সেখানেই চেঞ্জ করে নিতে পারবেন। পুল এ সুইমিং শেষে তাদের Rooftop-এ বসে ইঞ্জয় করতে পারবেন বিভিন্ন ধরণের প্লাটার। আমি তাদের মেন্যু থেকে খিচুরি ও মুরগী ভুনার কম্বোটা নিয়েছিলাম। আমার কাছে কোয়ান্টিটি মোর দেন ইনাফ মনে হয়েছে। খিচুরি সামান্য নরম ছিলো। মাংসগুলো ছিলো ওয়েল কুকড এবং টেন্ডার।আর গ্রেভিটা ছিলো অনেক টেস্টি এবং ডেন্স। এই প্ল্যাটার টায় আরো রয়েছে একটি ২৫০ ml কোক । আর খিচুড়ির সাথে কোকের কম্বো বরাবরই আমার পছন্দের।

Post a Comment

0 Comments